Header Ads

মেহো - প্রমেহ : মেহ রোগের ক্ষেত্রে প্রসাবের আগে বা পরে কফের মত পড়ে। করনিও কি/ health tips

 মেহো প্রমেহ মেহ রোগের ক্ষেত্রে প্রসাবের আগে বা পরে কফের মত পড়ে। 

প্রশ্রাব ঘোলাটে সামান্য কোৎ দিলে লালার মত পরে । মেয়েদের ক্ষেত্রে যৌন স্থানে হড়হড়ে অবস্থা । এবং সাদা পাতলা শরের মত পড়বে । প্রমেহ রোগ বিভিন্ন প্রকার হলেও । একটা লক্ষণসমূহের ক্ষেত্রেই দেখা যায় সেটা হল। প্রস্রাব ঘোলাটে ও পিপাসা বারে । নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে ।মেয়েদের ক্ষেত্রে সাদাস্রাব রক্তের সর্বজনীন স্থানে নানা উপদ্রব দেখা দেয় ।বংশগত কারণেও এ রোগ হতে পারে তাছাড়া । কৃত কারণে তো হতেই পারে।অস্বাভাবিক শুক্র ক্ষয়ের কারণে বা অসংযম এর জন্য শরীর ক্লিষ্ট হলে অধিক পরিশ্রম সহ্য হয় না । ঐজন্য মূলক খাদ্য গ্রহণ ইত্যাদি কারণেও হতে পারে। আসার আগে শরীরে কিছু পূর্ব লক্ষণ সূচিত হয় যেমন চোখে, কানে বেশি ময়লা জমে দাঁতে পাথর জমে হাতে পায়ে জ্বালা হয় মুখে মিষ্টি স্বাদ শরীরের চকচকে ভাব হয় । এছাড়াও প্রস্রাবের ও পরিমাণে বেড়ে যায় । কোনো কোনো ক্ষেত্রে পিপাসা বেড়ে যায় ।  যখন দেখা যাবে প্রচুর পরিমানে প্রস্রাব বেড়েছে বুঝতে হবে শরীরে প্রমেহ  বাসা নিয়েছে । এক্ষেত্রে প্রতিদিন সকালে শতমূলীর রস কাঁচা দুধের সঙ্গে পান করলে অথবা কাঁচা দুধ আধা কাপ সমপরিমাণ জল পান করলে । কিংবা পলাশ ফুল পাঁচগ্রাম ও সামান্য চিনি বেটে শীতল জলের সঙ্গে পান করতে হবে । এতে প্রমেহর জ্বালা উপসম হবে । আরো একটি বিশেষ ফর্মুলা খেলে  অবশ্যই আপনার রোগ ভালো হয়ে যাবে।মধু ও হলুদ যেটাকে আমরা কাঁচা হলুদ  আমলকির রস পান করলে। অথবা ত্রিফলা দেবদারু অথবা মুদ্রিত হয় প্রশমিত হয় । আরো একটি রয়েছে যেটা হচ্ছে । আপনারা যদি কচি শিমুল মূলের রস ডুমুরের রস অথবা মধু এরকম অনুপাত এর যেকোনো দুটি মাত্রা বঙ্গভঙ্গ প্রতিদিন খেলে বিনষ্ট হয় । এই দ্রব্যগুলো কোথায় পাবেন । এই দ্রব্যগুলো আপনারা অবশ্যই যে বানিয়া দোকান রয়েছে সেখানে নামগুলো বললে আপনাকে দিয়ে দেবে ।



Flashworks থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.