Header Ads

প্রস্রাব এর পর সাদা কি যেন বের হয়? / health tips

 প্রস্রাব এর পর সাদা কি যেন বের হয়?

এটা আসলে বীর্য না। এটা হচ্ছে প্রোস্টেট ফুইড (PROSTATE FLUID)।


আমাদের মূত্রথলির নিচে PROSTATE GLAND নামে একটি GLAND আছে। এই GLAND থেকে যে FLUID টা বের হয় যেটা দেখতে অনেকটা সাদা, পানির মত হালকা একটু ঘাড় এটা বের হয়।


এই FLUID এর কাজ হচ্ছে একজন পুরুষ যখন সহবাস করে তখন তার বীর্যের সাথে এটা মিলিত হয়ে প্রস্রাবের রাস্তাটা পিচ্ছিল করে দেয়।


এই FLUID যদি কারো অতিরিক্ত হারে যেতে থাকে তাহলে,


স্বাস্থ্য হানী ঘটে।

যৌন কর্মক্ষমতা কমে যায়।

দ্রুত বীর্যপাত হয়ে থাকে।

কারো কারো ক্ষেত্রে সহবাসের উত্তেজনা তৈরি হয় না বা হলেও অল্প সময় পর নিশ্তেজ হয়ে যায়। ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়।

এই সমস্যা হওয়ার কারন:


PELVIC REGION MASAL এর দুর্বলতারকারনে এই সমস্যা হয়ে থাকে।


করনীয় কি:


প্রস্রাবের বেগ হলে চেপে রাখা যাবে না। বেগ হওয়ার সাথে সাথে প্রস্রাব করতে হবে।


কোষ্টকাঠিন্ন থাকলে অর্থাৎ পায়খানা শক্ত ও রেগুলার না হলে তার চিকিৎসা করাতে হবে। বিশেষ করে বেশি বেশি শাক-সবজি ও আশজাতিয় খাবার খেতে হবে।


কারো যদি কিডনি বা মূত্রথলি, মূত্রনালী এগুলোতে কোন সমস্যা থাকে তার চিকিৎসা করাতে হবে।


অতিরিক্ত কাশি থাকলে তার চিকিৎসা করাতে হবে।


ঘরোয়া কিছু ঔষধি পদ্ধতি:


প্রতিদিন ইসুফগুলির বুশি+তোকমা দানা মিশিয়ে খাওয়া যায়।


ভিটামিন সি জাতিয় খাবার নিয়মিত খেতে হবে।

পাশাপাশি এলকুলি সিরাপ খেতে হবে । যে কোনো ডাক্তারের দোকানে পাওয়া যাবে







কোন মন্তব্য নেই

Flashworks থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.