খালি পেটে রসুন খেলে কি কোনও সমস্যা আছে? health tips
খালি পেটে রসুন খেলে কি কোনও সমস্যা আছে?
রসুন-এর এক কোয়া বা দুই কোয়া সকালে খালি পেটে পানি দিয়ে গিলে খেলে কি কোনও সমস্যা আছে?
রসুনের এক কোয়া বা দুই কোয়া সকালে খালি পেটে পানি দিয়ে খেলে তা মোটেও কোনো সমস্যা তৈরি করে না ।উল্টো এটি প্রমানিত যে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে তা আমাদের স্বাস্থ্যের উন্নতি করে এবং আমাদের দেহকে আরও সবল ও রোগ-প্রতিরোধে সক্ষম করে তুলে ।
প্রাকৃতিক এন্টিবায়োটিক(Natural Antibiotic)
গবেষনায় পাওয়া তথ্য অবুযায়ী ,খালি পেটে রসুন খেলে তা খুবই শক্তিশালী এন্টিবায়োটিক এর ন্যায় কাজ করে ।খালি পেটে খাওয়া এজন্য ভালো কারন খালি পেটে বিদ্যমান ব্যাকটেরিয়া গুলো রসুনের নিরাময়কারী ক্ষমতার কাছে উন্মুক্ত থাকে ।
পাকস্থলীর জন্য উপকারী(Good for the stomach)
কাঁচা রসুন পাকস্থষির জন্যও বেশ উপকারী ।সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে তা জকাবার হজমে সাহায্য করে ।এছাড়াও রসুন আমাদের লিভার এর সঠিক কার্যকারিতা নিশ্চিত করে ও পাকস্থলীর নানবিধ সমস্যা দূর করে ।
দেহের বিষাক্ত পদার্থ দূর করা (Detoxifies the body)
সকালে খালি পেটে রসুন ও পানি গ্রহন শরূরের জন্য খুবই উপকারী ।দেহকে বিষাক্ত পদার্থমুক্ত করার একটি চমৎকার বিকল্প হিসেবে রসুনকে বিবেচনা করা হয় ।বিশেষজ্ঞদের মতে ,রসুন এতটাই শক্তিশালী যে এটি বিভিন্ন ক্ষতিকর পদার্থ ,পরজীবী থেকে শরীরকে মুক্তি দিতে পারে ।এছাড়াও এটি বহুমূত্র(Diabetes) ,হতাশা(Depression) এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সক্ষম ।
শ্বাসনালীর রোগ নিয়ন্ত্রন (Prevent Respiratory Disease)
যক্ষা ,নিউমোনিয়া ,ব্রঙ্কাইটিস ,অ্যাজমা ,হুপিং কাশি ,যক্ষা ইত্যাদি শ্বসনতন্ত্র সম্পর্কিত রোগের ক্ষেত্রে রসুন খুবই উপকারী ।এক্ষেত্রে প্রতিদিন সম্পূর্ন কাঁচা বা রান্নাকৃত রসুন রোগীকে সুস্থ করে তুলতে ভূমিকা রাখে ।এছাড়াও এটি এসকল রোগ প্রতিরোধেও বেশ কার্যকর ।
সতর্কতাঃ-
রসুনে যাদের এলার্জি রয়েছে তাদের অবশ্যই দুটি বিষয় মাথায় রাখতে হবে যে কোনোক্রমেই তাদের কাঁচা রসুন খাওয়া উচিত হবে না এবং রসুন খাওয়ার কারনে যদি তার কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন